খোলা বাজার২৪, বুধবার, ২০ জানুয়ারি ২০১৬ : পেশাগত কাজে অ্যাপের ছড়াছড়ি। দারুণ কিছু অ্যাপ রয়েছে যা আপনার চাকরি বা ব্যবসার কাজকে অনেক সহজ করে দিতে পারে। প্রজেক্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমন্বয়- সবকিছুর জন্যে অ্যাপ রয়েছে। মানুষকে নিরাপদ ও ভালো মানের অ্যাপের সংযোগ ঘটাতে কিছু অ্যাপ বেছে নিয়েছে ‘ওকটা’ নামের একটি গবেষণা প্রতিষ্ঠান। নতুন বছরের দারুণ কিছু পেশাগত অ্যাপের কথা জেনে নিন।
১. ঝষধপশ : দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা একটি অ্যাপ। এটা কর্পোরেট মেসেজিং অ্যাপের চেয়েও বেশি কিছু। এর পরিষ্কার ইন্টারফেস এবং গিটহাব, গুগল ড্রাইভ বা ট্রেলোর মতো প্রোডাকটিভিটি টুলের সংযোগ রয়েছে। অ্যাপটির মাধ্যমে দলের কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং সমন্বয় করা যায়।
২. এৎববহযড়ঁংব : কর্মী বাছাইয়ের দ্রুতবর্ধনশীল এক অ্যাপ। একটি প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের যাবতীয় ব্যবস্থাপনা করা হয়েছে অ্যাপটিতে।
৩. ঊহাড়ু : প্রতিষ্ঠানে কর্মী এবং মেহমানদের আসা-যাওয়া এবং এন্ট্রি ব্যবস্থা নিয়ন্ত্রণে দারুণ একটি অ্যাপ এনভয়। বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান এই অ্যাপের সুফল ভোগ করছে।
৪. তধঢ়রবৎ : প্রতিষ্ঠানের নেটওয়ার্কের মধ্যে সবার জন্যে তথ্য একটি স্থানে সরবরাহ করা বা ইমেইলিংয়ের যাবতীয় ব্যবস্থাপনা করা হয়েছে।
৫. ইধসনড়ড়ঐজ : রিক্রুটিং অ্যাপগুলো বেশ জনপ্রিয় হচ্ছে। অ্যাপটি কর্মীদের সম্পর্কে নানা তথ্য সরবরাহ করে। এতে করে প্রতিষ্ঠানের বিভাগ বা দল সহজেই তাদের প্রয়োজনীয় কর্মীকে খুঁজে নিতে পারে।
৬. ডৎরশব : কর্ম ব্যবস্থাপনা এবং সমন্বয়ের প্লাটফর্ম এটি। এর মাধ্যমে ব্যবহারকারী কাজের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল হিসাবে দারুণ জনপ্রিয় অ্যাপ হয়ে উঠছে এটি।
৭. খঁপরফপযধৎঃ : এর মাধ্যমে পেশাদাররা ফ্লোচার্ট, ডায়াগ্রাম আঁকতে পারেন। প্রজেক্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে যেকোনো বিষয়ে মস্তিষ্কে ঝড় তোলা ডিজাইন নিয়ে কাজ করা যায় এতে।
৮. ঞধনষবধঁ : যারা ট্যাবলেট ব্যবহার করেন তাদের জন্যে দারুণ অ্যাপ। ব্যবসার পরিস্থিতি বুঝতে নানা তথ্য এবং কার্যকারণ তুলে ধরা হয়েছে এতে। যেকোনো ধরনের নমুনা এবং চলতি ধারা বোঝার নানা উপায় বাতলে দেওয়া হয়েছে এখানে।
৯. গরসবপধংঃ : মাইক্রোসফট এক্সচেঞ্জ এবং অফিস ৩৬৫-এর ইমেইল ম্যানেজমেন্ট, নিরাপত্তাব্যবস্থা, আর্কাইভ করা এবং ক্লাউড সার্ভিসের ব্যবস্থা আছে এতে। আপনার ব্যবসায়ীক ইমেইলটি নিরাপদ করবে অ্যাপটি।
১০. ঝবহফএৎরফ : প্রতিষ্ঠানের ইমেইল ব্যবস্থাকে উন্নততর করবে অ্যাপটি। ইমেইল ডেলিভারি এবং প্লাটফর্মটি অ্যাপটিকে ডেভেলপারদের কাছে করেছে জনপ্রিয়।
১১. খুহফধ.পড়স : এটা অনলাইন শিক্ষা প্রদানকারী অ্যাপ। ব্যবসা, সফটওয়্যার, প্রযুক্তি এবং সৃষ্টিশীল বিষয়ে হাজারো শিক্ষা এবং ভিডিও আছে এতে।
১২. : যেকোনো ঘটনায় ব্যবহরকারীরা তাদের প্রতিক্রিয়া জানাতে পারবেন। আপনার পর্যবেক্ষণ ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেবে অ্যাপটি। ঘটনার তথ্য, গুরুত্বপূর্ণ কোনো বিষয়, জটিল বিষয়ের সমাধানমূলক তথ্য প্রদান ইত্যাদির মাধ্যমে আপনার সময় অপচয় রোধ করবে এটি।
সূত্র : বিজনেস ইনসাইডার