Thu. Sep 18th, 2025
Advertisements

31খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০১৬: অমির খানের পর নাকি ইনক্রেডিবল ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসডার পদে আসতে চলেছেন অমিতাভ বচ্চন ও প্রিয়াঙ্কা চোপড়া। সংবাদমাধ্যমে প্রকাশ, এই প্রথমবার ভারত সরকার সরাসরি ইনক্রেডিবল ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসডর পদের জন্য কাউকে প্রস্তাব দিল। কিছুদিন আগে ইনক্রেডিবল ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসডার পদ থেকে আমির খানকে সরিয়ে দেওয়া হয়।
জানা যায়, সরকারের সঙ্গে যে এজেন্সির চুক্তি হয়েছিল, তার মেয়াদ ফুরিয়ে যাওয়াতেই সরে যেতে হয় অমিরকে। অবশ্য বিতর্ক উঠেছিল অসহিষ্ণুতা নিয়ে তাঁর বক্তব্যের জেরেই নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর ইনক্রেডিবল ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসডার পদের জন্য অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনের মতো সেলেব্রিটিদের নাম ওঠে।
শোনা যাচ্ছে, বাকিদের নাকি টেক্কা দিয়ে পদটি পেতে চলেছেন অমিতাভ ও প্রিয়াঙ্কা। এও শোনা গেছে, অমিতাভ আর প্রিয়াঙ্কা নাকি ইনক্রেডিবল ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসডার হওয়ার জন্য কোনও টাকা নিচ্ছেন না। ভারত সরকার তাঁদের সঙ্গেও তিন বছরের চুক্তি করছেন বলে খবর। তবে তাঁরা সত্যিই ইনক্রেডিবল ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসডার হচ্ছেন কিনা তার খবর পাওয়া যাবে ২৬ জানুয়ারি। সেদিনই এর সরকারি ঘোষণা হবে।