Thu. Oct 2nd, 2025
Advertisements

download (1)খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০১৬: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ লন্ডনে এডুকেশন ওয়ার্ল্ড ফোরামে যোগদান শেষে গতকাল (বুধবার) দেশে ফিরেছেন।

চারদিনব্যাপী এ সম্মেলনে যোগদানকালে জনাব নাহিদ বিভিন্ন দেশে শিক্ষামন্ত্রীদের সাথে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় বিষয়ে মতবিনিময় করেন।

ব্রিটিশ সরকার আয়োজিত এডুকেশন ওয়ার্ল্ড ফোরামে ৯২ টি দেশের শিক্ষামন্ত্রী ও উচ্চপদস্থ প্রতিনিধিবর্গ অংশ নেন। গতকাল (বুধবার) এ সম্মেলন শেষ হয়।

সম্মেলনে যোগদানের পাশাপাশি ১৮ জানুয়ারি লন্ডনে ওয়েস্টমিন্সটার সেন্ট্রাল হলে ডিএফআইডি সিনিয়র এডুকেশন চ্যাম্পিয়ন ডোনাল্ড ব্রাউন এর সাথে বৈঠক করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৈঠকে বাংলাদেশের শিক্ষার উন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে ডিএফআইডি এর সহায়তা জোরদার করার বিষয়ে আলোচনা হয়।সম্মেলনে যোগদান ছাড়াও জনাব নাহিদ যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের দেয়া এক নাগরিক সংবর্ধনায় যোগ দেন। ইউনেস্কোর সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে ১৭ জানুয়ারি রোববার পূর্ব লন্ডনের ইস্টহামে এ গণসংবর্ধনা দেয়া হয়।