Wed. Sep 17th, 2025
Advertisements

38খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০১৬: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীদের ভয়াবহ হামলায় ২১ জন নিহত হওয়ায় দেশটিতে বৃহস্পতিবার জাতীয় শোক পালিত হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, জঙ্গিদের এ ধরণের হামলার ফলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের অভিযান ক্রমেই ব্যর্থতার দিকে যাচ্ছে। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দপ্তরের নির্দেশ অনুযায়ী দেশের ভেতর ও বাইরের সকল সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। মর্মান্তিক এ ঘটনার পর রাজধানী ইসলামাবাদ ও পেশোয়ারসহ দেশের বিভিন্ন স্থানে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
নওয়াজ শরিফ পাকিস্তানের চরসাড্ডায় বাচা খান বিশ্ববিদ্যালয়ে বুধবারের হামলাকে নিষ্ঠুর কাজ হিসেবে উল্লেখ করে এর সাথে জড়িতদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লক্ষ্য করে গ্রেনেড ও বন্দুক হামলা চালানো হয়। নিহতদের মধ্যে রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক সৈয়দ হামিদ হোসেন রয়েছেন। তিনি বন্দুকধারীদের চ্যালেঞ্জ করে তার কাছে থাকা পিস্তল দিয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়েন। এ সময় তার আতংকিত শিক্ষার্থীরা লুকানোর জন্য ছোটাছুটি শুরু করে। এ ঘটনায় হোসেনসহ নিহত অধিকাংশকে মুসলিম রীতি অনুযায়ী বুধবার রাতেই দাফন করা হয়। হোসেনকে তার গ্রামের বাড়ি শাবিতে দাফন করা হয়।