Wed. Sep 17th, 2025
Advertisements

44খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০১৬: নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদকে। ভাইস অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি পেয়ে আগামী ২৭ জানুয়ারি থেকে নতুন দায়িত্বে যোগ দেবেন তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০১৯ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত নৌবাহিনীর নেতৃত্ব দেবেন নিজামউদ্দিন আহমেদ। এই দায়িত্বে তিনি অ্যাডমিরাল এম ফরিদ হাবিবের স্থলাভিষিক্ত হবেন। মাদারীপুরের সন্তান নিজামউদ্দিন আহমেদের জন্ম ১৯৬০ সালে। ১৯৮১ সালে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন পাওয়ার পর তিনি ফ্রান্সের কলেজ ইন্টারেমি ডি ডিফেন্স কলেজ থেকে পিএসসি ডিগ্রি পান।