Wed. Sep 17th, 2025
Advertisements

47খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০১৬: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রবাদ পুরুষ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের অনন্য সাহিত্যকীর্তি আমাদের ভাষা ও সাহিত্যের মহামূল্যবান সম্পদ। তিনি আজ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে দেয়া এক বাণীতে এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, পুরাতন ধ্যান-ধারণা ও মূল্যবোধকে উপেক্ষা করে তিনি বাংলা সাহিত্যকে নবজীবন দান করেছেন। মধুসূদন দত্ত বাংলা ভাষায় মহাকাব্য রচনা এবং বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তনের পথিকৃৎ।
নাটক, প্রহসন, মহাকাব্য, পত্রকাব্য, সনেট, ট্র্যাজেডিসহ সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর অমর সৃষ্টি বাংলা ভাষা ও সাহিত্যকে এক বিশেষ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর জন্মস্থান যশোর জেলার সাগরদাঁড়িতে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে আগামী কাল থেকে ২৮ জানুয়ারি ‘মধুমেলা’র আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান । তিনি কবির জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং মধুমেলা ২০১৬ এর সার্বিক সাফল্য কামনা করেন।