Wed. Sep 17th, 2025
Advertisements

56খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০১৬: এ বছর সকল অনিবন্ধিত অনলাইন পত্রিকা বন্ধ করতে যাচ্ছে সরকার। যেসব অনলাইন নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধিত হবে না সেগুলো বন্ধ করে দিবে তথ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৪তম বৈঠক এ সিদ্ধান্ত নেওয়াহয়।
সূত্র জানায়, বর্তমানে দেশে ও দেশের বাইরে অনেক অনলাইন পত্রিকা রয়েছে। এসব অনলাইন অশ্লীলসহ বিভিন্ন ধরনের উদ্ভট নিউজ প্রচার করে। যা দেশ ও জাতির জন্য অবমাননা কর তাই এসব অনলাইন পত্রিকা বন্ধ করে দিয়ে সরকার অনুমদিত অনলাইন গুলো চালু রাখা হবে।
বৈঠকে আরও বলা হয় কিছু কিছু ব্যাক্তি নিয়ম নিতীর প্রয়োজন মনে করছেন না। তারা যখন যেভাবে পারছেন অনলাইন
খুলছেন । আর উদ্ভট ও অশ্লীল সংবাদ প্রচার করছেন। তাই অনিবন্ধিত অনলাইন বন্ধ করে দেয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
এ ছাড়া তথ্য অধিদফতরের সার্বিক কার্যক্রম পরিদর্শনের জন্য সংসদীয় কমিটি কর্তৃক পরিদর্শনের সিদ্ধান্ত হয় বৈঠকে।
কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন কমিটি সদস্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ,সুকুমার রঞ্জন ঘোষ প্রমুখ।