Mon. Sep 15th, 2025
Advertisements

Private-Hospital-stop-Treatment-25খোলা বাজার২৪,শুক্রবার, ২২ জানুয়ারি ২০১৬: রাখায় চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। বেসরকারি হাসপাতালে ভর্তি করাতে না পেরে বাধ্য হয়ে রোগীরা ছুটছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দিকে।

জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত রোগী এসেছে ৬২০ জন। আগের দিন এই সময়ে ভর্তি হয়েছিল ৫৭০ জন। শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পাঁচ ঘণ্টায় জরুরি বিভাগে রোগী এসেছে ১৪৫ জন।অতিরিক্ত চাপের কারণে রোগীরা চমেক হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা ও সেবা পাচ্ছেনা বলে অভিযোগ পাওয়া গেছে।বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মুজিবুল হক খান জানান, ডা. শামীমা সিদ্দিকা রোজী, ডা. মাহবুব আলম ও ডা. রানা চৌধুরীর বিরুদ্ধে ‘হয়রানি ও মানহানিমূলক মিথ্যা মামল। প্রত্যাহার না হওয়া পর্যন্ত চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ থাকবে।  শনিবার সকালে স্ব স্ব প্রতিষ্ঠানের সামনে চিকিৎসকেরা মানববন্ধন করবেন। বিকেলে সংবাদ সম্মেলন করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।