Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
images (1)খোলা বাজার২৪,শুক্রবার, ২২ জানুয়ারি ২০১৬: শীতকালীন ছুটি ও বেতন কাঠামো নিয়ে শিক্ষকদের আন্দোলনে ২১ দিন বন্ধ থাকার পর অবশেষে বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুরোদমে ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে। এতে শংকায় থাকা ৩৫ হাজার শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরেছে। প্রাণ ফিরেছে ক্যাম্পাসেও।মাঘের হাড় কাঁপানো শীতেও সকাল থেকে ক্যাম্পাসে বাড়তে শুরু করেছে শিক্ষক-শিক্ষার্থীদের আনাগোনা।বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোস্তাফিজ রনি যুগান্তরকে বলেন, শনিবার থেকে তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হবে। শিক্ষকদের আন্দোলনে পরীক্ষা হবে কি না, তা নিয়ে সংশয়ে ছিলাম। তবে এখন আন্দোলন প্রত্যাহার করে নেয়ায় শংকা দূর হয়েছে। পুরোদমে প্রস্তুতি নিচ্ছি।সংকট নিরসনে প্রধানমন্ত্রীর আশ্বাসে কর্মবিরতি স্থগিত রেখে গত বুধবার থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাসে ফেরেন শিক্ষকরা। তবে ওইদিনও (বুধবারও) কর্মবিরতি কর্মসূচি অব্যাহত রাখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের মধ্যে নতুন শংকা তৈরি হয়।তবে বুধবার সন্ধ্যায় রাবি শিক্ষক সমিতির সভায় ক্লাসে ফেরার সিদ্ধান্ত নেয় শিক্ষকরা। ফলে আজ (বৃহস্পতিবার) সকাল থেকে বিভিন্ন বিভাগে ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা চালু হয়েছে।এদিন বিশ্ববিদ্যালয়ের ৫০টি বিভাগে ক্লাস শুরু হয়েছে। কিছু বিভাগে পরীক্ষাও গ্রহণ করা হচ্ছে। তবে নতুন চালুকৃত ৭টি বিভাগে এখনও ক্লাস শুরু হয়নি।এদিকে ২০ জানুয়ারি থেকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ক্লাস শুরুর কথা থাকলেও তা হয়নি। ১ম বর্ষের ক্লাস শুরুর নতুন তারিখ দেয়া হয়েছে ৬ জানুয়ারি। ফলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন শুরুর আগেই একমাসের সেশনজটে পড়ছে তারা।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বুধবার সন্ধ্যায় জরুরি সভার আহ্বান করেন। সভায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়। পরে সমিতির সদস্যদের মতামতের ভিত্তিতে বৃহস্পতিবার ক্লাসে ফেরার সিদ্ধান্ত হয়।এর আগে ৩১ ডিসেম্বর থেকে ১৫ দিনের শীতকালীন ছুটিতে যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়। তবে শীতকালীন ছুটি শেষ হয়েও হচ্ছিল না শিক্ষকদের আন্দোলনের কারণে। অবশেষে আন্দোলন প্রত্যাহার করায় শেষ হলো দীর্ঘ ছুটি।