খোলা বাজার২৪,শুক্রবার, ২২ জানুয়ারি ২০১৬: অ্যাপলের আইফোন বা আইপ্যাডে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসাবে রাখা হয়েছে গুগল। ২০১৪ সালে এর জন্যে গুগল ১ বিলিয়ন ডলার দিয়েছে অ্যাপলকে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়। এই বিপুল পরিমাণ অর্থ লেন-দেনের ঘটনা ঘটে গুগল আর ওরাকলের আইনি যুদ্ধের কারণে। গুগলের অর্থ প্রদানের বিষয়টি গোপন থাকলেও তা প্রকাশ হয়ে পড়েছে।
এই রিপোর্টে গুগলের অ্যান্ড্রয়েড থেকে প্রাপ্ত রেভিনিউয়ের হিসাবের সারমর্ম তুলে ধরে। সার্চ ইঞ্জিনের জন্যে গুগল এমনিতেই অ্যাপলের সঙ্গে রেভিনিউ সংশ্লিষ্ট একটি চুক্তি করে। এ কারণেই অ্যাপলের আইফোন এবং আইপ্যাড ব্যবহারকারীরা গুগলের বিজ্ঞাপন দেখেন ডিফল্ট সার্চ ইঞ্জিনের মাধ্যমে। গুগলের প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোকে টেক্কা দিতেই এ ধরনের লেন-দেন চলছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে গুগল চায় এ ধরনের লেন-দেনের খবর গোপনই থাকুক। তবে আদালত ইন্টারনেট থেকে সংশ্লিষ্ট তথ্য ও রেকর্ড মুছে ফেলার নির্দেশ দিয়েছেন। সূত্র : বিজনেস ইনসাইডার