খোলা বাজার২৪,শনিবার,২৩ জানুয়ারি ২০১৬:শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, মোবাইল ফোন ব্যবহারে বাংলাদেশ বিশ্বের ১০ম স্থানে উঠে এসেছে।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে। গত জাতীয় সংসদ নির্বাচন ও পরবর্তী সময় বিএনপিসহ ২০ দলীয় জোটের হরতাল নৈরাজ্যের কারণে বাংলাদেশ মধ্য আয়ের দেশে উন্নিত হওয়ার ক্ষেত্রে কিছুটা বাধার সৃষ্টি করেছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে আমরা সেই বাধা অতিক্রম করতে পেরেছি।
শিল্পমন্ত্রী শুক্রবার বিকালে ঝালকাঠি শিশু পার্কে ৩দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনি দিনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল¬াহ পনির, উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল প্রমুখ বক্তব্য রাখেন।
আমির হোসেন আমু বলেন, বিশ্বে মন্দা অর্থনীতির মাঝেও আমরা ধারাবাহিক ভাবে ৬ শতাংশের বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছি। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের পথে ইতোমধ্যেই আমরা অনেকদুর এগিয়েছি। দেশে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ছে।
শিল্পমন্ত্রী ডিজিটাল উদ্বোধনী মেলা উপলক্ষে ৮ ক্যাটাগরিতে ১৪ জনকে পুরস্কৃত করেন। মেলার ৪টি প্যাভিলিয়নে ৪০ টি স্টল করা হয় এবং মেলাকে কেন্দ্র করে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।
শ্রেষ্ঠ র্পোটালের দপ্তর হিসাবে জেলা প্রশাসক কার্যালয়, শ্রেষ্ঠ ই-সেবা প্রদানকারী অফিস হিসাবে প্রধান ডাকঘর ঝালকাঠি, শ্রেষ্ঠ ষ্টল হেলেনা বেগমের ই-জয়িতা, শ্রেষ্ঠ তরুণ উদ্ভাবক মেহেদী হাসান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, মো. শিহাব উদ্দিন এন এস কামিল মাদ্রাসা, নাঈম বিশ্বাস টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন ঝালকাঠি সদর, শ্রেষ্ঠ জেলা পর্যায় কর্মকর্তা নির্বাহী প্রকৌশলী এলজিইডি, শ্রেষ্ঠ জেলা পর্যায় কর্মকর্তা ড. মিজানুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হরচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও এন এস কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ ডিজিটাল সেন্টার গালুয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও কেওড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার।