Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29খোলা বাজার২৪, শনিবার ,২৩ জানুয়ারি ২০১৬ : আমেরিকান পপ তারকা জাস্টিন বিবার নতুন প্রেমে পড়েছেন। আর সেটা স্বদেশী মডেল হেয়লি বল্ডউইনের। অনেকটা ঢাকঢোল পিটিয়েই নতুন প্রেমিকার কথা মিডিয়াতে প্রকাশ করেন বিবার। শুধু কি তাই? প্রেমিকাকে প্রকাশ্যে চুমু খাওয়ার কথাও শোনা গেছে।
এরই মাঝে বিবার সম্প্রতি কানাডায় যান গানের শোতে অংশ নিতে। সেখানে গিয়েই নিজের চরিত্রের কথা জানান দেন তিনি। একসঙ্গে শো করতে গিয়ে অন্য গায়িকার সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠার ব্যাপারটি খুব স্বাভাবিক। তাই বলে রাত কাটানো? বলা হচ্ছে কানাডিয়ান গায়িকা অভিনেত্রী সারাহ জেফরির সঙ্গে বিবারের রাতযাপনের কথা।
গুজব নয়, পুরোপুরি সত্যি। কানাডার বেভারলি হিলসে একটি হোটেলে একসঙ্গে দেখা গেছে এ দুই তারকাকে। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা হোটেলে প্রবেশ করেন। এরপর রাতে একবার ডিনারের জন্য বেরিয়েছেন বিবার ও সারাহ। কিন্তু খাবার শেষ করে দুজন এককক্ষে যাওয়ার পর আর দেখা মেলেনি তাদের।
সারা রাত সেখানেই কাটিয়েছেন। বিষয়টি জানাজানি হতেই তোলপাড় লেগে যায় সর্বত্র। এইতো কিছুদিন আগে সব অতীত ভুলে নতুন করে যাত্রা শুরু করেছিলেন হেয়ালি বল্ডউইনের সঙ্গে। কিন্তু মাস না কাটতেই আবারও আগের পথ বেছে নিয়েছেন বিবার। বিবারের এসব কর্মকা- নিয়ে চলছে নানান সমালোচনা।