Wed. Sep 17th, 2025
Advertisements

32খোলা বাজার২৪, শনিবার ,২৩ জানুয়ারি ২০১৬ : .মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে কারিগরি কর্মীদের ভুলে একটি পরমাণু ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র ‘মিনিটম্যান’ অকেজো হয়ে গেছে। এর ফলে মিনিটম্যানটি ছোঁড়ার অনুপযুক্ত হয়ে গেছে বলে মার্কিন বিমান বাহিনী স্বীকার করেছে। ক্ষেপণাস্ত্রটি ভূগর্ভের সাইলোতে মোতায়েন ছিল এবং ঘটনার ২০ মাসেরও বেশি সময় পরে ঘটনাটি প্রকাশ করেছে মার্কিন বিমান বাহিনী। খবর রেডিও তেহরান।
২০১৪ সালের ১৭ মে’র এ ঘটনার জন্য মার্কিন বিমান বাহিনীর তিন কর্মীকে দায়ী করা হয়েছে। ঘটনার পর অকেজো পরমাণু ক্ষেপণাস্ত্রটিকে সাইলো থেকে সরিয়ে নেয়া হয়। পরমাণু ক্ষেপণাস্ত্রটি মেরামতে ১৮ লাখ ডলার ব্যয় হয়েছে বলেও জানানো হয়।
এ ঘটনা তদন্ত করেছে মার্কিন সেনাবাহিনীর তদন্ত বিভাগ। অবশ্য প্রতিবেদনকে গোপনীয় হিসেবে ঘোষণা করা হয়েছে। এ সংক্রান্ত আর কোনো তথ্য প্রকাশ করে নি মার্কিন বিমান বাহিনী।
সম্ভাব্য পরমাণু হামলা ঠেকানোর জন্য মাটির নীচের অনেকগুলো সাইলোতে মিনিটম্যান মোতায়েন রেখেছে আমেরিকা। এ ধরনের প্রতিটি ক্ষেপণাস্ত্র এলাকা গড়ে উঠেছে প্রায় তিন একর জায়গা নিয়ে। মাটির নীচের নিয়ন্ত্রণ কেন্দ্রের সঙ্গে প্রতিটি ক্ষেপণাস্ত্র এলাকার যোগাযোগ রয়েছে।