Sat. Sep 20th, 2025
Advertisements

34খোলা বাজার২৪, শনিবার ,২৩ জানুয়ারি ২০১৬ : মাসতুতো দাদার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে আত্মহত্যা কিশোরীর। ঘটনার জেরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। “এইরকম ব্যথা যেন অন্য মেয়ের কপালে না হয়,” গোটা গোটা অক্ষরে নিজের খাতায় এই কথাটিই লিখেছিল মাধ্যমিক পরীক্ষার্থী ওই কিশোরী। আর তারপরই ২৭ ডিসেম্বর আত্মহত্যার পথ বেছে নেয় সে। সুইসাইড নোট উদ্ধারের পর মৃতার বাড়ি থেকে অবশেষে গতকাল থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ওই কিশোরীর মাসতুতো দাদার বিরুদ্ধে ঋওজ দায়ের করা হয়েছে।
পরিবারের তরফে জানা যায়, চার-পাঁচ বছর বয়সে মা মারা যাওয়ার পর থেকে মাসির বাড়িতেই থাকত ওই কিশোরী। কিন্তু, ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে তাকে মাসির ছেলে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপরই গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। ঘটনাটি জলপাইগুড়ির বোদাগঞ্জের। নির্যাতিতা কিশোরীর বয়স ১৬ বছর।
কিশোরীর মেসো পেশায় ভ্যানচালক। সেই বাড়িতে থেকেই পড়াশুনা করছিল ওই কিশোরী। অভিযুক্তের নাম সঞ্জয় রায় (২২)। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকেই সঞ্জয় পলাতক বলে জানা গেছে। দোষীর শাস্তির দাবিতে সরব হয়েছে এলাকাবাসীও।