Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

40খোলা বাজার২৪, শনিবার ,২৩ জানুয়ারি ২০১৬ : গলায় একটি মালা। মাথাভর্তি চুল। আর গালভরা দাড়ি। চেহারা দেখে অনুমান করা যায় বয়স ষাটের ঘরে। ভিক্ষা করেন ভারতের বিহার রাজ্যের পাটনা রেলওয়ে স্টেশনে। নাম তাঁর পাপ্পু কুমার।
শুরুর বর্ণনা পড়ে মনে হতে পারে, তিনি একজন সাধারণ ভিক্ষুক। কিন্তু চক্ষু ছানাবড়া হবে পাটনা পুলিশের বর্ণনা শুনলে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, পাপ্পু কুমারের আছে চারটি ব্যাংক অ্যাকাউন্ট। আছে চারটি এটিএম কার্ড। সেগুলোতে থাকা অর্থের পরিমাণ পাঁচ লাখ রুপি।
পুলিশের অনুসন্ধানে জানা যায়, পাপ্পুর সম্পদ আছে এক কোটি ২৫ লাখ রুপি সমমূল্যের। তিনি এ পর্যন্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের ১০ লাখ রুপি ঋণ দিয়েছেন।
ইন্ডিয়া টাইমস-এর খবরে বলা হয়, ভিক্ষাবৃত্তি নির্মূলে পুলিশের চালানো অভিযানে পাপ্পু কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় জিজ্ঞাসাবাদে তাঁর বিপুল সম্পদ থাকার তথ্য জানতে পারে পুলিশ।
অনুসন্ধানে আরো জানা যায়, একসময়কার প্রকৌশলী পাপ্পু কুমার একটি দুর্ঘটনায় পঙ্গু হয়ে যান। এরপরও তাঁর সহায় সম্পদ ছিল অনেক। তাঁর বাবার মৃত্যুর পর বিপুল সম্পদের মালিক হন তিনি। কিন্তু এতেও মন ভরছিল না পাপ্পুর। খোঁড়া পা নিয়ে নেমে পড়েন ভিক্ষাবৃত্তিতে। জমান বিপুল রুপি।