খোলা বাজার২৪, রবিবার, ২৪ জানুয়ারি ২০১৬: বাংলাদেশ চলচ্চিত্র প্রযাজক পরিবেশক সমিতি ও উত্তরা ক্লাবের সাবেক সভাপতি কে আর মঞ্জুরের ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহেৃরাজেউন)।
আজ ভোর সাড়ে ৩টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিত্রনায়িকা সুচরিতা কে আর মঞ্জুরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, গত এক সপ্তাহ যাবৎ বুকের ব্যাথা ও কফ জমার কারণে মঞ্জুর ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন।
গতকাল রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। ভোররাত সাড়ে তিনটার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।