Wed. Sep 17th, 2025
Advertisements

12খোলা বাজার২৪, রবিবার, ২৪ জানুয়ারি ২০১৬: বলিপাড়ার নির্ঝঞ্ঝাট দম্পতি তাঁরা। নিজেরাই জানিয়েছেন, গ্ল্যামার পার্টি বিশেষ পছন্দ করেন না তাঁরা। কাজের অবসরে বাড়িতেই ছেলেমেয়েদের নিয়ে সময় কাটান। তাঁরা অজয় দেবগণ ও কাজল।
একসময়ের সহঅভিনেতা, তারপর প্রেম ও পরিণয়। কিন্তু বলিউডের আর পাঁচটা কাহিনির মতো, এ সরল গল্পেও ছোট্ট একটা টুইস্ট আছে। তা হল শর্ত। সম্প্রতি কাজল জানালেন কী শর্তে অজয়কে বিয়ে করেছিলেন তিনি।
অভিনেত্রী কাজল যে বই পড়তে ভালবাসেন এ কথা তিনি নিজেই বলেছেন বারবার। কিন্তু বিয়েতেও যে বই পড়ার শর্ত রেখেছিলেন কে জানত! সম্প্রতি তিনি জানিয়েছেন, বিয়ের জন্য তাঁর শর্ত ছিল একটা লাইব্রেরি।
তিনি অজয়কে বলেছিলেন, তাঁকে বাড়িতে একটা লাইব্রেরি করে দিলে তবেই তিনি বিয়েতে রাজি হবেন। তাও আবার যেমন তেমন নয়। ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ছবিতে যেরকমটি দেখানো হয়েছিল, সেরকম লাইব্রেরি চাই তাঁর। তা সিনেমার মতো না হলেও কাজলকে কিন্তু লাইব্রেরি দিয়েছেন অজয়। তাঁদের বাড়িতে তিনটে ঘরজুড়ে যে শুধুই বই সে কথা জানিয়েছেন খোদ কাজলই।
প্রেমের পাত্র যিনিই হোন না কেন, বইয়ের সঙ্গে প্রেম যে চিরকালীন, সে কথাই আরও একবার জানিয়ে দিলেন কাজল।