Fri. Sep 12th, 2025
Advertisements

17খোলা বাজার২৪, রবিবার, ২৪ জানুয়ারি ২০১৬: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, যেকোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আসলে পুলিশ কর্তৃপক্ষ কোনো অবস্থাতেই বিষয়টি হালকা করে দেখে না।
তিনি বলেছেন, গত ৫ বছরে মোট ৭০৯ জন পুলিশ সদস্যের বিরেুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছিল। এদের মধ্যে ২৯৩ জন পুলিশ সদস্য বিচার বিভাগীয় শাস্তির বিরুদ্ধে প্রশাসনিক ট্র্যাইবুনালে আপিল করে দণ্ড থেকে অব্যাহতি পেয়েছে।
রোববার দুপুর দেড়টায় পুলিশ সদর দফতরে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইজিপি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুলিশের অভ্যন্তরীণ ব্যবস্থায় কোনো পুলিশের বিরুদ্ধের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে সাজাপ্রাপ্ত পুলিশ সদস্য প্রশাসনিক ট্র্যাইবুনালসহ বিজ্ঞ আদালতে আপিল করতে পারেন।