Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

36খোলা বাজার২৪, সোমবার, ২৫ জানুয়ারি ২০১৬ : ঘুমের ঘোরে সব মানুষ-ই স্বপ্ন দেখেন। কিন্তু বেশির ভাগ স্বপ্ন সকাল হওয়ার পর আর মনে থাকে না। তখন অনেকেই স্মৃতি হাতড়ান- স্বপ্নে তিনি কী দেখেছিলেন। আবিষ্কার হয়েছে নতুন ওষুধ- ড্রিমলিফ। এটি খেলে স্বপ্ন একেবারেই স্পষ্ট মনে থাকবে। নতুন এ আবিষ্কারে হৈচৈ পড়ে গেছে বিশ্বজুড়ে।
মানুষ কেন স্বপ্ন দেখে, এ নিয়ে বিস্তর গবেষণা হয়েছে। সিগমন ফ্রয়েড থেকে অনেক চিকিৎসা বিজ্ঞানী গবেষণা করেছেন স্বপ্ন নিয়ে। কিন্তু সঠিক ব্যাখ্যা দিতে পারেননি। বিজ্ঞানীরা স্বপ্নের ব্যাখ্যা আবিষ্কার করতে না পারলেও এবার স্বপ্ন স্পষ্টভাবে দেখা ও মনে রাখার ওষুধ আবিষ্কার করেছেন।উৎপাদনকারীরা বলছেন, ওষুধটি স্পষ্ট স্বপ্ন দেখাবে ও স্বপ্নকে নিয়ন্ত্রণ করবে। সঙ্গে স্বপ্ন মনে রাখার ক্ষমতা বৃদ্ধি করবে।
ড্রিমলিফের নির্দেশনাপত্রে লেখা আছে, “স্পষ্ট স্বপ্ন দেখতে ড্রিমলিফ খুব-ই কার্যলকর। সর্বোচ্চ তৃপ্তির নিশ্চয়তা দেওয়া হচ্ছে। অ্যামাজন.কম এর ক্রেতারা অবশ্যই এটি কিনে সুখী থাকবেন।” ড্রিমলিফের বোতলের গায়ে লেখা আছে, ড্রিমলিফ স্পষ্ট স্বপ্ন দেখার স্মার্ট পদ্ধতি।ড্রিমলিফ বোতলে লাল ও নীল রঙের দুটি পিল থাকবে। দুটি পিল ঘুমের উপর ভিন্ন ভিন্ন প্রভাব রাখবে। নীল রঙের পিল ৫-এইচটিপি সম্পূরক খাদ্য দিয়ে তৈরি। এটি বিষন্নতা থেকে মুক্তি দেবে। লাল রঙের পিল ভেষজ ও পুষ্টিকর উপাদানে তৈরি। এতে রয়েছে আলফা জিডিসি উপাদন। এটি ঘুমের মধ্যে মানুষকে যৌক্তিক চিন্তা করতে সাহায্য করবে।৬০ টি পিলের দাম ২৫০০ টাকা।
অনলাইনে পণ্য বিক্রির বহুজাতিক প্রতিষ্ঠান অ্যামাজন.কম এর মাধ্যমে ওষুধটি কেনা যাবে।ড্রিমলিফ খাওয়ার পর একজন অ্যামাজনের ওয়েব পেজে লিখেছেন, ড্রিমলিফ চমৎকার কাজ করে। প্রথম বোতল সেবনেই চমৎকার কাজ করেছে। আমার স্বপ্নের নতুন জগৎ তৈরি হয়েছে। স্বপ্নে আমি উড়েছি। বিমান চালিয়েছে। সুন্দর সুন্দর জায়গায় ভ্রমণ করেছি।আরেকজন লিখেছে, ড্রিমলিফ স্বপ্ন মনে রাখতে খুবই উপকারী। এটি স্বপ্নকে দীর্ঘ করে। স্বপ্ন মনে রাখার ক্ষমতা বৃদ্ধি করে।