Thu. Sep 18th, 2025
Advertisements

 

Pirojpur 1খোলা বাজার২৪, সোমবার, ২৫ জানুয়ারি ২০১৬ :৮ম জাতীয় পে-স্কেলে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান অন্তর্ভূক্ত করার দাবিতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আয়োজনে আজ বরিশালের সদর রোডে এক মানবন্ধনের আয়োজন করা হয়। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল জেলার আহবায়ক অধ্যাপক রুহুল আমিনের সভাপতিত্ত্বে মানবন্ধনে বক্তারা ৮ম জাতীয় পে-স্কেলে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান অন্তর্ভূক্ত করার জোড় দাবি জানান। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় আহবায়ন অধ্যাপক আলমগীর হোসেন বলেন, দ্রুত সময়ের মধ্যে ৮ম জাতীয় পে-স্কেলে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান অন্তর্ভূক্ত করা না হলে সকল শিক্ষকদের নিয়ে রাজপথে নেমে দাবি আদায় করা হবে আর উক্ত দাবি না মানলে আগামী ১৫ই মার্চ এর মধ্যে সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হবে।