Wed. Sep 17th, 2025
Advertisements

1453041775খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০১৬ : জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান বলেছেন, মানুষ আমাদেরকে বিরোধী দল মনে করে না। ববং সরকারের অংশ মনে করে। তবে জাপা কোয়ালিশন বিরোধী দল নয়, সত্যিকারের বিরোধী দল হতে চায়।

মঙ্গলবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় সাংস্কৃতিক পার্টি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জি এম কাদের কো চেয়ারম্যান ও রুহুল আমিন হাওলাদার নতুন মহাসচিব হওয়ায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বর্তমান মন্ত্রিপরিষদে জাপার ৩ জন সদস্য থাকা নিয়ে প্রশ্ন তুলে জিএম কাদের বলেন, এখন তো দেশে জরুরি অবস্থা চলছে না। সব দলকে নিয়ে মন্ত্রিপরিষদ গঠন করতে হবে।

সরকারের উদ্দেশ্যে সাবেক মন্ত্রী বলেন, জাতীয় পার্টিকে যখন বিরোধী দলে স্থান দিয়েছেন, তখন তাদের বিরোধী দল হিসেবে কাজ করার সুযোগ দিন।

আয়োজক সংগঠনের সভাপতি বাদল খন্দকারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল খান, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য চিত্রনায়ক সোহেল রানা প্রমুখ।