Sun. Sep 28th, 2025
Advertisements

23খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০১৬ : নিউজিল্যান্ডের বিপক্ষে গত সপ্তাহে তিন ম্যাচের টোয়েন্টি২০ সিরিজে ২-১ ব্যবধানে হারার পরে পাকিস্তানের টি২০ অধিনায়ক শহীদ আফ্রিদি দলীয় পারফরমেন্সের উন্নতির আহবান জানিয়েছেন। সিরিজের প্রথম ম্যাচে ১৬ রানে জিতলেও পরের দুই ম্যাচে ১০ উইকেট ও ৯৫ রানে পরাজিত হয়ে হতাশ করে পাকিস্তান । টোয়েন্টি২০ তে এটাই পাকিস্তানের সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়। বাংলাদেশে আগামী ২৪ ফেব্র“য়ারি-৬ মার্চ পর্যন্ত এশিয়া কাপ ও ভারতে ১১ মার্চ-৩ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে টোয়েন্টি২০ বিশ্বকাপ।
তবে এই দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে পাকিস্তানী খেলোয়াড়দের প্রতি কোন ধরনের সতর্কবার্তা নয় বরং নিজেদের পারফরমেন্সের উন্নতির চেষ্টার আহবান জানিয়েছে আফ্রিদী। বার্তা সংস্থা এএফপিকে আফ্রিদী বলেছেন, ‘নিউজিল্যান্ডের টি২০ সিরিজে আমাদের প্রতি যতটুকু প্রত্যাশা ছিল সেটা আমরা পূরণে ব্যর্থ হয়েছি। প্রথম ম্যাচে জয়ী হলেও শেষ দুটি ম্যাচে আমরা লড়াইয়ের মানসিকতা দেখাতে ব্যর্থ হয়েছি। আমরা যদি ভুলগুলো থেকে শিক্ষা নিতে না পারি ও নিজেদের পারফরমেন্সের গ্রাফ উন্নীত করতে না পারি তবে এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপে ভাল কিছু আশা করা যায়না।’
এক্ষেত্রে আফ্রিদী বিশেষ করে ব্যাটসম্যান উমর আকমল ও আহমেদ শেহজাদের হতাশাজনক পারফরমেন্সের বিষয়টি সামনে নিয়ে এসেছে। তিনি বলেন, উমর ও শেহজাদ পাকিস্তানের হয়ে শীর্ষ পর্যায়ের ক্রিকেটে যে ধরনের সুযোগ পেয়েছেন তা অনেকেই পায়না। সে কারনেই সময় শেষ হয়ে যাবার আগেই তাদের নিজেদের প্রমান করতে হবে। আমার নিজের পারফরমেন্সও এখানে বিবেচ্য। অধিনায়কের দিকে সবাই তাকিয়ে থাকে। আমি জানি আমার রান ও উইকেট দখল দলের জন্য গুরুত্বপূর্ণ। সামনের দুটি ইভেন্টে নিজের দিকেও আমাকে দেখতে হবে।
টেস্ট ও ওয়ানডে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করা আফ্রিদী পাকিস্তানী ক্রিকেট কর্তৃপক্ষের কাছে ঘরোয়া ক্রিকেট কাঠামোকে ঢেলে সাজানোর আহবান জানিয়েছেন। এ সম্পর্কে তিনি বলেন, আমাদের অবশ্যই পুরো পদ্ধতির উন্নতি করতে হবে। বিশেষ করে স্কুল ক্রিকেটের দিকে নজড় দিতে হবে। ভবিষ্যতের জন্য যা দারুন গুরুত্বপূর্ণ। বর্তমানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে রয়েছে পাকিস্তান। ইতোমধ্যেই ওয়েলিংটনে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ৭০ রানে পরাজিত হয়েছে সফরকারী দল।