খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০১৬ : ২৪ ঘণ্টায় দিন ও রাত সম্পন্ন হয়। আমাদের দেশে কখনও দিন বড় হয় আবার কখনও রাত বড় হয়। শীতের সময় রাত বড় হয়ে যায় আবার দিন ছোট হয়ে যায়। কিন্তু এমন একটি গ্রাম রয়েছে যেখানে মাত্র তিন ঘণ্টায় দিন শেষ হয়ে যায়।
রাশিয়ার একটি গ্রামে শীতকালে মাইনাস ৬৭.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় থাকে। অইমিয়াকন নামের সেই গ্রামে এতো ঠাণ্ডা পড়ার পরও সেখানের মানুষ সারাদিন কম্বলের নিচে পড়ে থাকেন না। সেখানে বিদ্যালয়, পোস্ট অফিস, ব্যাংক, এয়ারপোর্ট ইত্যাদি সব রয়েছে। কিন্তু তা শুধু গ্রীষ্মকালে চালু থাকে। হাড় কাঁপানো শীতের মাঝেও সেখানে মানুষ জীবিত ও কর্মঠ হিসেবে থাকে।
তাদের সেখানে বেঁচে থাকার জন্য অবশ্যই অ্যালকোহল পান করতে হয়। শীতের সময় বাজারে শুধু মাছ ও মাংস পাওয়া যায়। সেখানে পথঘাট, পাহাড়-পর্বত, গুহা সবকিছু বরফে ঢেকে যায়। গাছপালাও বরফের পাথরে পরিণত হয়। যেদিকে তাকানো যায় শুধু বরফ আর বরফ। সেখানে আলোর দেখা পাওয়া যায় মাত্র তিন ঘণ্টার জন্য। বাকি সময় বরফের অন্ধকারে আচ্ছাদিত থাকে।–সূত্র: ইন্ডিয়া টাইম্স।