Sun. Sep 21st, 2025
Advertisements

14খোলা বাজার২৪, বুধবার, ২৭ জানুয়ারি ২০১৬: হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের দলিত ছাত্রের সুইসাইড নোটের কপি সবার কাছে পৌঁছে দেওয়ার উপদেশ দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন। দলিত ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে শান্তিনিকেতনে গণস্বাক্ষর সংগ্রহে নামা এস এফ আই–এর প্রতিনিধি দলকে এমনটাই উপদেশ দিয়েছেন অধ্যাপক সেন।
আজ দুপুরে তিনি শান্তিনিকেতনের বাড়িতে এসেছেন। স্থানীয় এস এফ আই নেতা ঋষভ মুখোপাধ্যয়ের দাবি অমর্ত্য স্যার আমাদের আন্দোলনকে সমর্থন করে বলেছেন, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের দলিত ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা কতটা সঙ্কীর্ণ ও খারাপ তা মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি ওই ছাত্রের সুইসাইড নোট কপি করে হোক বা নোটের সেই বক্তব্য প্রিন্ট করে হোক মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপদেশ দিয়েছেন তিনি। উল্লেখ করা যেতে পারে এস এফ আই আজ বিশ্বভারতীতে হাতে কালো ফিতে বেঁধে সকাল থেকেই শুরু করে গণস্বাক্ষর অভিযান।
শিক্ষাভবনের সামনে অর্থাৎ অমর্ত্য সেনের বাড়ি প্রতীচির কাছেই। দুপ‍ুরে শান্তিনিকেতন এক্সপ্রেসে নেমে অমর্ত্যবাবু বাড়ি ঢুকতেই ঋষভরা তাঁর সঙ্গে দেখা করার অনুমতি নিয়ে পৌঁছে যান। নোবেলজয়ী তাঁদের গণস্বাক্ষর অভিযানে সই না করেলও এতটুকু দুঃখ নেই। কারণ আন্দোলনকে সমর্থন করায় নয়, তিনি এই আন্দোলনকে মানুষের আন্দোলনে পরিণত করার জন্য যেভাবে উপদেশ দিয়েছেন, তা যে কোনও সংগঠনের কাছে খুব বড় রসদ।
অমর্ত্যবাবুর উপদেশের কথা ইতিমধ্যেই ঋষভরা সংগঠনের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন। হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের দলিত ছাত্রের পরিবারের লোকেরা যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানির সমালোচনা করে ৮ লাখ টাকার ক্ষতিপূরণ করার প্রত্যাখ্যান করেছেন, তখন নোবেলজয়ীর মতো শিক্ষাবিদের আন্দোলনের মাধ্যম ঠিক করে দেওয়াটা অবশ্যই তাৎপর্যপূর্ণ।