খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০১৬: ফেসবুকে খুব শিগগিরই যোগ হতে চলেছে ৬টি নতুন অপশন। এদেরকে বলা হচ্ছে ‘রিঅ্যাকশনস’। ব্লুমবার্গ বিজনেসের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়। বহু পরীক্ষা-নিরীক্ষা এবং বিতর্কের পর ফেসবুকে আইকনিক ‘লাইক’ বাটনের সঙ্গেই ‘রিঅ্যাকশনস’ যোগ করতে চলেছেন মার্ক জাকারবার্গ। এর আগে ফেসবুক ব্যবহারকারীরা ‘ডিসলাইক’ বাটনের জন্যে হাহাকার করেছেন। কিন্তু তা মোটেও কানে তোলেনি বিশ্বের সর্ববৃহৎ সোশাল প্লাটফর্ম। তবে গত বছর এ নিয়ে নতুন কিছু করার কথা জানায় ফেসবুক।
লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আবেগ-অনুভূতি প্রকাশের ভাষাও সেখানে যোগ করা হবে। ভালোবাসা, হা হা (হাসি), ওয়াও, দুঃখপ্রকাশ, ক্ষোভ ইত্যাদি আবেগ প্রকাশ করা যাবে। এসব অপশন নিয়ে গত বছরই পরীক্ষা শেষ করে এনেছে ফেসবুক। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আমেরিকাতে অপশনগুলো ছাড়া হবে আরো গভীর পর্যবেক্ষণের জন্যে। মূলত ফেসবুকে ছয় ধরনের প্রতিক্রিয়া দেওয়া আছে। এগুলো হলো অ্যাংগ্রি, স্যাড, ওয়াও, হা হা, ইয়াই এবং লাভ। এদের মধ্যে ৫টি অপশন প্রাথমিক অবস্থায় ছাড়া হবে। এগুলো চিলি, আয়ারল্যান্ড এবং ফিলিপাইনেও ছাড়া হতে পারে। এদের মধ্যে ‘ইয়াই’ অপশনটি বন্ধ রাখা হবে। কারণ এই শব্দটি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেনি। এদের ব্যবহার করাটা কঠিন কাজ হবে না। লাইক বাটনটি চাপ দিয়ে ধরলেই অপশনগুলো বেরিয়ে আসবে। এসব আবেগের প্রকাশ ঘটবে নতুন অ্যানিমেশনের মাধ্যমে। সূত্র : ইয়াহু