Sat. Sep 20th, 2025
Advertisements

6খোলা বাজার২৪, শুক্রবার, ২৯ জানুয়ারি ২০১৬: বর্তমান সময়ের জনপ্রিয় তরুণ সঙ্গীত পরিচালক রাজন সাহার সুরে একটি গানে কণ্ঠ দিলেন দীর্ঘদিন থেকে সঙ্গীত জগতে অগণিত জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। ‘মেঘলা মন’ শিরোনামের এই গানটি অডিও ভিডিও আকারে প্রকাশ হওয়ার কথা রয়েছে জানালেন এই তরুণ সঙ্গীত পরিচালক।
গানটি লিখেছেন ড. আতিউর রহমান বুলবুল। সিডি চয়েস এর ব্যানারে আগামী ভালোবাসা দিবসে প্রকাশিত হবে সফট মেলোডিয়াস এই গানটির ভিডিও সিডি। সঙ্গীত পরিচালক রাজন সাহা গানটি সম্পর্কে বললেন, ‘গানটি সফট মেলো আকারে একটু ভিন্ন ধাঁচে সুর করেছি, আর ফাহমিদা আপুর কণ্ঠে গানটি যথেষ্ট মানিয়েছে। সকল সঙ্গীত শ্রোতা গানটিকে অনেক পছন্দ করবেন বলেই আমার বিশ্বাস