Sun. Sep 21st, 2025
Advertisements

39খোলা বাজার২৪, শুক্রবার, ২৯ জানুয়ারি ২০১৬: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা লিবিয়ার প্রতি ইঙ্গিত করে বলেছেন, যুক্তরাষ্ট্র প্রয়োজনে ইরাক ও সিরিয়া ছাড়া অন্যান্য দেশেও ইসলামিক স্টেট (আইএস)-কে মোকাবেলা করবে। ওবামা বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা পরিষদের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে একথা বলেন। উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার শাসন ক্ষমতায় যে শূন্যতা রয়েছে তা ইসলামিক স্টেট জিহাদিদের উত্থানের জন্য একটি উর্বর ক্ষেত্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওবামা জাতীয় নিরাপত্তা পরিষদের কর্মকর্তাদের এই ইস্যু নিয়ে আলোচনা করার নির্দেশ দেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র। বৈঠকের পর হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট বলেছেন যুক্তরাষ্ট্র প্রয়োজনে যে কোন দেশেই আইএসআইএল সন্ত্রাসীদের মোকাবেলা করবে।’ হোয়াইট হাউস আরো জানায়, ‘প্রেসিডেন্ট তার জাতীয় নিরাপত্তা দলকে লিবিয়াসহ যেসব দেশে আইএসআইএল তাদের উত্থানের চেষ্টা চালাচ্ছে সরকারকে শক্তিশালী করতে এবং চলমান সন্ত্রাসবাদ বিরোধী সহায়তাকে অব্যহত রাখার নির্দেশ দেন।’ ২০১১ সালে এক রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা থেকে উৎখাতের পর থেকে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা চলে আসছে।