Tue. Sep 16th, 2025
Advertisements

19খোলা বাজার২৪, শনিবার, ৩০ জানুয়ারি ২০১৬ : মেহের আফরোজ শাওন পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কৃষ্ণপক্ষ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে আগামী ২৬ ফেব্র“য়ারি। ‘কৃষ্ণপক্ষ’ ছবিতে কেন্দ্রীয় দুই চরিত্রে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন রিয়াজ ও মাহি। ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বাসিত তাঁরা দু’জন।
মেহের আফরোজ শাওন বলেন, খুব ব্যস্ত সময় কাটছে। ‘কৃষ্ণপক্ষ’ ছবিটি দশর্কদের ভালো লাগলে আমারও ভালো লাগবে।
চিত্রনায়ক রিয়াজ বলেন, শুটিং চলাকালীন ১৯ অক্টোবর আমি হৃদরোগে আক্রান্ত হয়েছিলাম। শাওন অনেক চেষ্টা করেছে ছবিটি ভালোভাবে নির্মাণ করার। মাহি অনেক পরিশ্রমী শিল্পী। অরু চরিত্রে ডুবে গিয়ে ভালোভাবেই ‘কৃষ্ণপক্ষ’ ছবির কাজ শেষ করেছে মাহি। আশা করছি, সবকিছুই ভালো হবে। এবং মর্ধকদের ভালো লাগবে।