Wed. Sep 17th, 2025
Advertisements

29খোলা বাজার২৪, শনিবার, ৩০ জানুয়ারি ২০১৬ : দেভেন্দ্র সুথার নামের এক ব্যক্তির হাত ও পায়ে মোট ২৮টি আঙ্গুল রয়েছে। এই ব্যক্তি ভারতের গুজরাটের হিম্মতনগরের বাসিন্দা। সে তার আঙ্গুলগুলোকে খুব যতœ সহকারে দেখাশোনা করে।
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার এই ২৮ আঙ্গুলের কথা লিপিবদ্ধ করা হয়েছে। তিনি তার এই অর্জনকে সৃষ্টিকর্তার আশীর্বাদ বলে মনে করেন।
দেভেন্দ্রর এই রোগের নাম হল ‘পলিডাক্টিলিজম’। তার দুই হাত ও দুই পায়ে ৭টি করে আঙ্গুল রয়েছে। তার মধ্যে দুইটি আঙ্গুল একসাথে সংযুক্ত।
অনেক দূরদূরান্ত থেকে মানুষ এসে তাকে দেখে যান। দেভেন্দ্র জানান, তিনি এ বিষয়টি অনেক উপভোগ করেন। তাকে বিভিন্ন সময় যারা দেখতে আসেন, তারা তাকে সেলিব্রেটির মত মনে করেন। শিশুদের সাথে খেলা করে তিনি আরও বেশি মজা পান। সে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করেন।