খোলা বাজার২৪, শনিবার, ৩০ জানুয়ারি ২০১৬ : শিশুদের উপর নজর রাখতে ব্যবহৃত ‘বেবি মনিটর’ হ্যাকিংয়ের ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করা দেওয়া হয়েছে মার্কিন অভিভাবকদের।
ডিভাইস হ্যাক করে শিশুদের হয়রানি করা হয়েছে–গ্রাহকদের এমন অভিযোগের ভিত্তিতে ওই সতর্কতা জারি করা হল।
চারটি বেবি মনিটর নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে নিউ ইয়র্কের ‘ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স (ডিসিএ)’ ইতোমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে বিবিসি। ওই প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে নিরাপত্তাবিষয়ক বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে।
চলতি মাসের শুরুতে দেশটির ফেডারেল ট্রেড কমিশনও (এফটিসি) এমন সতর্কতা জারি করেছিল।
এক বিবৃতিতে ডিসিএ কমিশনার জুলি মেনিন বলেন, “মা-বাবারা যখন শিশু থেকে দুরে থাকেন তখন তাদের মানসিক শান্তি দেওয়ার উদ্দেশ্যে ভিডিও মনিটরগুলো ব্যবহার করা হয়। কিন্তু বাস্তবতা অনেকটা ভয়াবহ- শিশুদের দেখতে ও তাদের সঙ্গে কথা বলতে দুর্বৃত্তদের সহজ অ্যাক্সেস দিতে পারে বেবি মনিটরগুলো।”
নিজস্ব প্রতিবেদনে এফটিসি জানিয়েছে, তারা পাঁচটি বেবি মনিটর পরীক্ষা করে দেখেছেন। এগুলোর মধ্যে চারটিই সহজে অ্যাক্সেস করা সম্ভব একজন হ্যাকারের পক্ষে। পাঁচটির মধ্যে দুইটির ক্ষেত্রে মনিটর আর ঘরের রাউটারের মধ্যে আর একটির ক্ষেত্রে রাউটার আর ইন্টারনেট সংযোগের মধ্যে কোনো ডেটা এনক্রিপশন রাখা হয়নি।
বেবি মনিটরগুলোতে ‘শক্তিশালী নিরাপত্তা প্রটোকল’ আছে কি না তা যাচাই করতে ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে মা-বাবাদের প্রতি অনুরোধ জানিয়েছে এফটিসি।