Thu. Sep 18th, 2025
Advertisements

34খোলা বাজার২৪, শনিবার, ৩০ জানুয়ারি ২০১৬ : অনলাইনে পণ্য কেনা-বেচার ব্যবস্থা রেখেছে ফেসবুক। এর মধ্য থেকে সম্প্রতি একটি পণ্য বিক্রয় ও বিজ্ঞাপন প্রদান বন্ধ করেছে ফেসবুক। এক ঘোষণায় ফেসবুক জানান, এখন থেকে ইন্সটাগ্রাম বা ফেসবুকের মাধ্যমমে কেউ ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র বিক্রির বিজ্ঞাপন দিতে পারবেন না। কেনা-বেচাও করা যাবে না। এমনকি যারা লাইসেন্সধারী অস্ত্রবিক্রেতা, তারা পর্যন্ত ফেসবুকে আর পণ্য বিক্রির সুবিধা নিতে পারবেন না।
প্রতিষ্ঠানের মুখপাত্র মনিকা বিকার্ট এ ঘোষণা দেন বলে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়। চলতি মাসের প্রথম দিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগ্নেয়াস্ত্র বিক্রির সঙ্গে জড়িত প্রত্যেক মানুষের জন্যে লাইসেন্সক বাধ্যতামূলক করার কথা বলেন। এমনকি যার কাছে অস্ত্র বিক্রি হবে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কেও তথ্য সংগ্রহ করতে হবে। ফেসবুকের পাশাপাশি ক্রেইগলিস্ট বা আমাজনের মতো অনলাইন স্টোরগুলোও আগ্নেয়াস্ত্র বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে। সূত্র : স্পুটনিক