Mon. Sep 15th, 2025
Advertisements

45খোলা বাজার২৪, শনিবার, ৩০ জানুয়ারি ২০১৬ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ বঙ্গবন্ধুর দুই পুত্র যথাক্রমে শেখ কামাল ও শেখ জামালের বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে (ইবি আর) যোগদানের দুটি স্মারক আজ আবেগ আপ্লুত পরিবেশে সঙ্গে গ্রহণ করেছেন। চট্টগ্রাম সেনানিবাসে ইবি আর সেন্টারে ইবি আর কমান্ডার্স সম্মেলনে সিনিয়র ও জুনিয়র টাইগার্স কমান্ডারদের কাছ থেকে স্মারক দুটি গ্রহণ করার সময়ে প্রধানমন্ত্রীর দু’চোখ বেয়ে পানি পড়ছিল। বঙ্গবন্ধুর বড় কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু সময় নীরব থেকে তাঁর চোখের চশমা খুলে চোখ পরিষ্কার করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত সকলেই আবেগাপ্লুত হয়ে পড়েন। শেখ কামাল ১৯৭১ সালে ৯ অক্টোবর প্রথম বাংলাদেশ ওয়ার কোর্সে যোগ দেন। শেখ জামাল ১৯৭৫ সালের ২৫ জুলাই ইবি আরএ জুনিয়র অফিসার হিসেবে কমিশন লাভ করেন। শেখ কামাল ও শেখ জামাল ১৯৭৫ সালের ১৫ আগস্টের সেই কালরাতে তাদের পিতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে শাহাদৎবরণ করেন।