Tue. Sep 16th, 2025
Advertisements

3খোলা বাজার২৪, রবিবার, ৩১ জানুয়ারি ২০১৬ : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ‘উচ্চস্বরে গান বাজানো’ নিয়ে ঝগড়ার জেরে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার এমএ মাসুদ জানান, রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সময়ে উপজেলার কালিকাপুর এলাকায় স্থানীয় আবুল কালাম ও জালাল উদ্দিন নামের দুই ব্যক্তির সমর্থকদের মধ্যে দুই দফা সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিকাপুর এলাকার কদম আলী বেপারীর ছেলে আব্দুস সালাম ও একই এলাকার দুদু মিয়ার ছেলে লাল মিয়া।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও জেলার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে কালিকাপুর গ্রামের আনু মিয়ার ছেলের বিয়েতে উচ্চস্বরে গান বাজানো নিয়ে আবুল কালাম ও জালাল উদ্দিনের বাড়ির ছেলেমেয়েদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনায় শুক্রবার বাঞ্ছারামপুর থানায় মামলাও হয়।
এর জেরে রোববার সকাল ৮টার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মাঝখানে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও বেলা ১১টার দিকে আবার মারামারি শুরু হয়।
এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে সালাম ও লাল মিয়া ঘটনাস্থলেই মারা যানবলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।
তিনি বলেন, “পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। নতুন করে বিশৃঙ্খলা এড়াতে ওই এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।