Tue. Sep 16th, 2025
Advertisements

9খোলা বাজার২৪, রবিবার, ৩১ জানুয়ারি ২০১৬ : শনিবার রাত ৮টায় রাজধানীর কলাবাগানে একটি বাসায় গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধ তিনজন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।
অগ্নিদগ্ধরা হলেন, ওয়ান ব্যাংকের উত্তরা শাখার কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী (৪২), তার স্ত্রী ঢাকা কলেজের শিক্ষিকা আফরোজা পারভীন ও তাদের একমাত্র সন্তান ত্রিমান (৬)।
কামরুজ্জামান পেশায় একজন ব্যাংকার। তিনি ওয়ান ব্যাংকের উত্তরা শাখায় নিযুক্ত আছেন। তার স্ত্রী আফরোজা পারভীন ঢাকা কলেজের সহকারী অধ্যাপক।
কামরুজ্জামান জানান, তাদের ড্রইংরুমের পাশ দিয়ে গেছে গ্যাস লাইন। ওই লানের পাশে ছিল আইপিএস’র লাইন, আইপিএস সুইস অন করতে গিয়েই গ্যাস লাইনে আগুণ ধরে যায়। আগুণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে গেলে আহত হন তিনি সহ তার সন্তান ও স্ত্রী।
আহত কামরুজ্জামানের মাথা ও দু’হাত, আফরোজা পারভীনের দু’হাত ও মুখ এবং ছেলে তিমানের মুখ ও পিঠ দগ্ধ হয়। বর্তমানে তারা তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।