Sat. Sep 20th, 2025
Advertisements

17খোলা বাজার২৪, রবিবার, ৩১ জানুয়ারি ২০১৬ : কয়েকদিন আগেই অভিনেতা এফ এস নাঈমকে বিয়ে করেন দেশের জনপ্রিয় নৃত্য ও অভিনয়শিল্পী নাদিয়া আহমেদ। ঘরোয়া আয়োজনেই বিয়ে হয় সম্পন্ন হয় তাদের।
তবে বিয়ের পর কেমন চলছে নতুন সংসার? এমন প্রশ্নের জবাবে নাদিয়া বলেন, ‘বিয়ের পর নাঈম এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি’। তবে দুজন দুজনকে সময় দিতে পারছি না। বিয়ের পর থেকে প্রায় প্রতিদিন আমরা দুজন শুটিং করছি। এখনও একসঙ্গে শুটিং করা হয়নি। ব্যস্ততার মধ্যেই কাটছে দিন। আর এই ব্যস্ততা এত বেশি থাকে, মাঝে মাঝে বিশ্বাস করতে কষ্ট হয় যে আমরা বিয়ে করেছি। বিয়ের আগে নয়, পরেই নাকি নাঈমের সঙ্গে তৈরি হয়েছে ভালোবাসার সম্পর্ক।
নাদিয়া বলেন, ‘না, বিয়ের আগে একদম প্রেম ছিল না’। বিয়ের পর দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে। সারা জীবন যেন তারা ভালো থাকতে পারেন এ জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন নাদিয়া।
নাঈমের এই বিয়ে প্রথম হলেও নাদিয়ার জন্য এটি ছিল দ্বিতীয় বিয়ে। এর আগে অভিনেতা মনির খান শিমুলের সঙ্গে নাদিয়ার বিয়ে হয়েছিল। এদিকে নাঈম-নাদিয়ার বিয়ের পর ফেসবুকের মাধ্যমে তাদের জন্য দোয়াও করেছিলেন শিমুল।