খোলা বাজার২৪, রবিবার, ৩১ জানুয়ারি ২০১৬ : পরীমণির স্বামী পরিচয়ে ইসমাইল নামের একজনের সঙ্গে বেশকিছু ছবি প্রকাশ হওয়ার পর পরই ফেসবুকসহ মিডিয়া পাড়ায় বয়ে যাচ্ছে তুমুল আলোচনার ঝড়। আর সেই ঝড়ে ভেঙ্গে না গিয়ে পরীমণি জানিয়েছেন তার ভাষ্য।
কাজী রাজন নামের একজনের বরাতে পরীমণি বলেন, যার সাথে আমার ছবিটি প্রকাশ করা হয়েছে। ওনি আমার কাজিন। ওনার স্ত্রীও রয়েছেন। এ ধরনের খবর ওনিও জানেন না। কেউ ইচ্ছে করেই আমার নামে বদনাম ছড়াচ্ছে।’
পরীমণি আরো বলেন, ‘ছোটবেলা থেকে তাকে দেখে আসছি। তার সাথে ছবি তুলতেই পারি। তার মানে এই নয় যে, তার সাথে আমার অন্যকোনো সম্পর্ক রয়েছে। ছবি তুললেই আমার জামাই হবে এটা কেমন কথা? কতজনের সঙ্গেই তো ছবি তুলি, তারা সবাই কী আমার জামাই? কি এমন ছবি যে জামাই মনে হবে।’