খোলা বাজার২৪, রবিবার, ৩১ জানুয়ারি ২০১৬ : নিজস্ব ভিডিও সার্ভিসের জন্য যথেষ্ট কনটেন্ট প্রোভাইডার না পেয়েই নিজস্ব টিভি শো নির্মাণের পরিকল্পনা করছে টেক জায়ান্ট অ্যাপল। এ লক্ষ্যে টিভি অনুষ্ঠানের প্রযোজক আর বিভিন্ন স্টুডিওর সঙ্গেও নাকি আলোচনা করছে প্রতিষ্ঠানটি।
অ্যাপলের তৈরি নিজস্ব টিভি অনুষ্ঠানগুলো শুধু আইটিউনস গ্রাহকদের জন্যই হবে বলে এক গোপন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক খবরের সাইট দ্য স্ট্রিট।
টিভি শোগুলো নিয়ে কেবল টিভি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জোট বাঁধতে পারে অ্যাপল, আর সেপ্টেম্বর মাসে অ্যাপল প্রধান টিম কুক এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট।
বলা হচ্ছে, অ্যাপলের চিফ অফ এন্টারটেইনমেন্ট আর্কিটেক্ট এবং আইটিউনস কনটেন্ট ভাইস-প্রেসিডেন্ট রবার্ট কনডর্ক হলিউডের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছেন একাধিকবার। ২০১৫ সাল থেকেই প্রযোজনাখাতের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে আলোচনা চলছে প্রতিষ্ঠানটির।
তবে এখন পর্যন্ত চুক্তি স্বাক্ষর হয়নি উভয় পক্ষের মধ্যে। অন্যদিকে দ্য স্ট্রিটের প্রতিবেদন নিয়ে প্রতিক্রিয়া জানাতে নারাজ অ্যাপল।
অনলাইন ভিডিও কনটেন্টের বাজারে বেশ কিছুদিন ধরেই নিজেদের অবস্থান তৈরির চেষ্টা করছে অ্যাপল। অক্টোবরে নিজেদের সেট-টপ বক্সের নতুন সংষ্করণ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। এতে ভিডিও সেবা, গেইমসসহ অন্যান্য কনটেন্ট স্ট্রিমিং করার অ্যাপ রাখা হয়েছে। গেল কয়েক বছর ধরে আলাদা টিভি সার্ভিস চালু করার চেষ্টাও করছে প্রতিষ্ঠানটি।