খোলা বাজার২৪, রবিবার, ৩১ জানুয়ারি ২০১৬ : এখন সারা বিশ্বেই ক্লাউড সার্ভিসের জয়জয়কার। আর এ অবস্থায় ক্লাউডভিত্তিক ইমেইল সেবার পরিধি বাড়িয়ে প্রভূত আয় বাড়িয়েছে বিশ্বের অন্যতম প্রধান সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট। এবার সে আয় আরও বাড়ানোর জন্য উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইয়াহু ফাইন্যান্স। ক্লাউড সার্ভিস সারা বিশ্বেই তাদের সেবার পরিধি বাড়াচ্ছে। মাইক্রোসফটও এ সুযোগটি কাজে লাগিয়ে তাদের আয় বাড়িয়ে নিয়েছে। এজন্য তারা নিত্যনতুন সার্ভিস চালু করেছে এবং সে সার্ভিসগুলো যেন আরও বেশি করে কর্পোরেট প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করে সেজন্য ব্যবস্থা নিয়েছে। এ বিষয়ে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা বলেন, ‘সবখানেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো মাইক্রোসফট ক্লাউড সেবা ব্যবহার করছে তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে।
এটি তাদের উচ্চাকাক্সক্ষী লক্ষ্য পূরণে সহায়তা করছে।’ মাইক্রোসফটের এক্সচেঞ্জ সার্ভার প্রতিষ্ঠানটির মুনাফা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। এটি বেশ পুরনো প্রোডাক্ট হলেও এখনও তা থেকে যথেষ্ট উপার্জন হচ্ছে। এটি ইমেইল সেবার জন্য বিশ্বে অত্যন্ত নির্ভরযোগ্য বলে প্রমাণিত। আর এটি মাইক্রোসফটের গ্রহণযোগ্যতাকে বাড়িয়ে দিয়েছে। প্রতিষ্ঠানগুলো যখন ক্লাউড সার্ভারের জন্য তাদের সেবা দেওয়া শুরু করে তখন নির্ভরযোগ্য ইমেইল সেবারও দরকার হয়। এ শূন্যস্থান পূরণ করছে সার্ভারটি। বৃহস্পতিবার মাইক্রোসফট এক ঘোষণায় জানিয়েছে তারা এক বছর আগে বার্ষিক সাড়ে পাঁচ বিলিয়ন ডলার আয় করেছে ক্লাউডভিত্তিক বিভিন্ন সেবা থেকে। তবে তারা এবার সে আয়কে ৯.৪ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে।
গোল্ডম্যান স্যাকস জানিয়েছে, মাইক্রোসফটের এবারের পরিকল্পনা তাদের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্লাউডভিত্তিক সেবাদাতা হিসেবে প্রতিষ্ঠিত করবে। এতে তারা সার্ভিস ও সফটওয়্যার প্রদান করে গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করবে বলে ধারণা করা হচ্ছে। এতে ওরাকল ও গুগলকেও তারা পেছনে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। মাইক্রোসফটের ক্লাউডভিত্তিক সেবা গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করতে ইতোমধ্যেই সক্ষম হয়েছে।