Fri. Sep 19th, 2025
Advertisements

17খোলা বাজার২৪, সোমবার, ০১ ফেব্রুয়ারি ২০১৬ : একজন কট্টরপন্থী নারীবাদী লেখিকা। নারীদের প্রাপ্য সম্মানের জন্য কথা বলা, পুরুষতান্ত্রিক সমাজ কিংবা ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে সোচ্চার হয়ে তিনি নিজের দেশ ছাড়া। অন্যজন বিশ্ব সুন্দরীর খেতাব পেয়েছেন। বলিউড থেকে হলিউড সর্বত্রই দাপিয়ে বেড়াচ্ছেন নিজের অভিনয়ের গুণে। এবার এঁরাই হলেন বন্ধু।
প্রথম জন তসলিমা নাসরিন এবং দ্বিতীয় জন হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কিছুদিন আগে সাংবাদিকদের সামনে প্রিয়াঙ্কা বলেন, তাঁর জীবনে পুরুষের প্রয়োজন নেই। একমাত্র সন্তান উৎপাদন ছাড়া আর কিছুর জন্যই তাঁর পুরুষের দরকার পড়বে না। এই বলেই থেমে থাকেননি প্রিয়াঙ্কা। তিনি বলেছেন, তাঁর প্রেমিক যদি সম্পর্কে থেকে তাঁকে ঠকান, তবে তিনি তাঁকে মারধর করবেন। প্রিয়াঙ্কার এই মন্তব্য জুড়ে প্রচুর বিতর্ক তৈরি হয়েছে। নিন্দুকরা প্রিয়াঙ্কাকে এই মন্তব্যের জন্য একচোট নেওয়ার সুযোগও ছাড়ছেন না। ঠিক এই সময়ই প্রিয়াঙ্কার পাশে দাঁড়ালেন তসলিমা।
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রিয়াঙ্কার এই বক্তব্যকে সাধুবাদ জানিয়ে লেখিকা বলেন, ‘আজকাল বলিউডের অভিনেত্রীরা সত্যি কথা বলেন না। সবসময় ডিপ্লোম্যাটিক থাকতে চেষ্টা করেন। কিন্তু সোজাসাপটা কথা বলছেন প্রিয়াঙ্কা। ওঁর ড্যাম কেয়ার স্বভাব প্রশংসার দাবি রাখে। ’ স্বভাবতই লেখিকাকে পাশে পেয়ে উচ্ছ্বসিত নায়িকা। তিনিও তসলিমার প্রশংসা করতে গিয়ে বলেছেন, তিনি তসলিমার লেখার একজন বড় ভক্ত। শুধু তাই নয়, তসলিমাকে টুইটারে আলাদাভাবে ধন্যবাদও জানিয়েছে প্রিয়াঙ্কা। তসলিমা, প্রিয়াঙ্কার যে বন্ধুত্ব সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সবার নজর কাড়ছে, তা ঠিক কতদূর এগোয় এখন সেটাই দেখার।