Sun. Sep 21st, 2025
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ০১ ফেব্রুয়ারি ২০১৬ : সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির 29 এই দু’জনকে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত জুটি বললেও আসলে কম বলা হয়। কাজের খাতিরে বা পারিবারিক প্রয়োজনে তাদের প্রায়ই বিশ্বের নানা প্রান্তে ছুটতে হয়, কখনও দীর্ঘ সময়ের জন্য আলাদাও থাকতে হয়। যুক্তরাষ্ট্রপ্রবাসী শিশিরের সাথে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২০১২ সালের ১২ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরই মাঝে কেটে গেছে তিন বছরেরও বেশি সময়। নানা ব্যস্ততার সম্পর্কটা এখনও আছে সেই প্রথমদিনের মতই। আর এর পেছনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে সীমিত ওভারের ক্রিকেট সহ-অধিনায়ক সাকিবের যেমন ভূমিকা আছে, তেমনি বড় একটা ভূমিকা রাখতে হয় তার স্ত্রী শিশিরেরও।
এবার সেই শিশির কথা বললেন নিজেদের সম্পর্কের ব্যাপারে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে তিনি এই ব্যাপারে বলেন, ‘সম্পর্ক মানেই হল বৈষম্যহীন, পরিশীলিত ও মার্জিত দৃষ্টিভঙ্গীর প্রকাশ। আর আমরা এর সবগুলোই মেনে চলার চেষ্টা করি। তবে, এরপরেও আমি অবশ্যই বলবো, দম্পতি হিসেবে আমাদের দারুণ মানায়। আমি নিজেই আমাদের সম্পর্ককে হিংসা করি।’ সদ্য শেষ হওয়া বছরেই প্রথমবারের মত বাবা-মা হয়েছেন সময়ের এই আলোচিত দম্পতি। গত ৯ নভেম্বর, তাদের ঘর আলো করে আসেন আলাইনা হাসান অব্রি, তাদের প্রথম কন্যাসন্তান।