Mon. Sep 15th, 2025
Advertisements

43খোলা বাজার২৪, সোমবার, ০১ ফেব্রুয়ারি ২০১৬ : তথাকথিত ইসলামিক স্টেটে যোগ দিতে ১৪ মাসের বাচ্চা নিয়ে সিরিয়া যাওয়ার জন্য ব্রিটেনের এক আদালত এক মুসলিম মা’কে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে। ব্রিটেন থেকে যে ৫৬ জনের মত মুসলিম নারী সিরিয়ায় গেছে, তাদের মধ্যে একমাত্র তারিনা শাকিল নামে ২৬ বছরের এই মহিলা ফিরে এসেছেন।
বার্মিংহাম এক আদালতের বিচারক এই সাজা দেওয়ার সময় বলেন, ‘এই মহিলা তার কাজের জন্য কোনও অনুতাপ করেনি এবং সে জানতো যে তার এই বাচ্চা বড় হলে একজন আইএস যোদ্ধা হবে।’
একে৪৭ রাইফেলের পাশে ছেলেকে দাড় করিয়ে মাথায় আইএসের স্লোগান লেখা কাপড় বেঁধে ছবি তুলে তা ফেসবুকে ছাপানো দিয়ে বিচারক ঐ মহিলাকে তীব্র ভাষায় গালমন্দ করেন।
তবে আদালতে তারিনা শাকিল সিরিয়ায় যাওয়ার কথা স্বীকার করলেও, আইএসে যোগ দেওয়ার কথা অস্বীকার করেন।
আদালতে তিনি বলেন, বৈবাহিক জীবনে অশান্তির কারণে চেলেকে নিয়ে তুরস্কে ছুটি কাটাতে যান। তারপর সেখান থেকে ২০১৪ সালের ২০শে অক্টোবর তিনি সিরিয়ায় যান। কিন্তু সিরিয়ায় গিয়ে তিনি ভুল বুঝতে পারে। তারপর এক ট্যাক্সি চালককে ঘুষ দিয়ে তিনি তুরস্কে পালিয়ে আসেন।