Sun. Sep 21st, 2025
Advertisements

47খোলা বাজার২৪, সোমবার, ০১ ফেব্রুয়ারি ২০১৬ : ত্বকে ছোট ছোট কাল রঙের ফোটা অনেকেরই দেখা যায়। মুখে কিংবা দেহের অন্য সংবেদনশীল অংশে এ ধরনের ব্ল্যাকহেড বেশ সমস্যা সৃষ্টি করে। এটি হয় প্রধানত ত্বকের মৃত কোষ, ত্বকের তৈলাক্ত পদার্থ নিঃস্বরণ বন্ধ হয়ে এবং ব্যাকটেরিয়া থেকে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইউবিউটি। ত্বকে ব্ল্যাকহেডের পাশাপাশি হোয়াইটহেডও হতে পারে। হোয়াইটহেডের সঙ্গে ব্ল্যাকহেডের পার্থক্য হলো ব্ল্যাকহেড ত্বকের বাইরের অংশে হয় আর হোয়াইটহেড ভেতরের অংশে বা ত্বকের নিচের দিকে হয়।
মূলত ত্বকের বাইরের দিকে হওয়ায় ব্ল্যাকহেড বাতাসের সংস্পর্শে আসে এবং মৃত কোষগুলো অক্সিডাইজের মাধ্যমে কালো হয়ে যায়। ব্ল্যাকহেড সৌন্দর্যচর্চার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাই অনেকেই এটি দূর করার নানা উপায় অনুসন্ধান করেন। ব্ল্যাকহেড দূর করার একটি উপায় হলো স্যালিসাইলিক এসিড ব্যবহার। এটি সম্পূর্ণভাবে ব্ল্যাকহেড অপসারণ করে। তবে বাজারে প্রচলিত আরও কিছু উপায় আছে যা ব্ল্যাকহেড দূর করতে পারে।