Mon. Sep 15th, 2025
Advertisements

1খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০১৬ : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় খাটুরা গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।
বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রোকেয়া বেগম (২২) ও আব্দুল জলিল (৩১)। দুজনই উপজেলার খাটুরা গ্রামের বাসিন্দা।
পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। গুরুতর আহতদের মাধবপুর, হবিগঞ্জ ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ওই গ্রামের খলিলুর রহমান ওরফে ছুট্রো মিয়া মেম্বরের সঙ্গে একই গ্রামের ফজল মিয়ার মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার রাত ৮টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলে রোকেয়া ও হাসপাতালে নেয়ার পথে আব্দুল জলিল মারা যান।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মনির হোসেন দুজন নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।