Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

32খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০১৬ : ইন্টারনেট এখন একটি বিশাল কর্মক্ষেত্র। এখানে মাত্র এক মিনিটেই যা ঘটে তা অনেকে কল্পনাও করতে পারবেন না। এ লেখায় রয়েছে তেমন কয়েকটি বিষয়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
১. ভাইন ব্যবহারকারীরা প্রতি মিনিটে ১০,৪১,৬৬৬ মিলিয়ন ভিডিও আপলোড করে।
২. ৪৩১০ মানুষ অ্যামাজন ভিজিট করে।
৩. রেডিট ব্যবহারকারীরা ১৮,৩২৭ বার ভোট দেয়।
৪. নেটফ্লিক্স ব্যবহারকারীরা ৭৭,১৬০ ঘণ্টা ভিডিও স্ট্রিম করে।
৫. অ্যাপল ব্যবহারকারীরা ৫১ হাজার অ্যাপ ডাউনলোড করে।
৬. পিন্টরেস্ট ব্যবহারকারীরা ৯,৭২২টি ছবি পিন করে।
৭. ইন্সটাগ্রাম ব্যবহারকারীরা হার্ট পোস্ট করে ১৭,৩৬,১১১ বার।
৮. ইউটিউবে ব্যবহারকারীরা ৩০০ ঘণ্টা ভিডিও আপলোড করে।
৯. টুইটার ব্যবহারকারীরা ৩,৪৭,২২২টি টুইট করে।
১০. ফেসবুক ব্যবহারকারীরা ৪১,৬৬,৬৬৭ বার লাইক করে।
১১. উবার ব্যবহারকারীরা ৬৯৪টি ভ্রমণ শুরু করে।
১২. স্কাইপ ব্যবহারকারীরা ১,১০,০৪০টি কল করে।
১৩. বাজফিড ব্যবহারকারীরা ৩৪,১৫০ বার ভিডিও দেখে।
১৪. স্ন্যাপচ্যাট ব্যবহারকারীরা ২,৮৪,৭২২টি স্ন্যাপের সঙ্গে জড়িত হয়।
১৫. টিন্ডার ব্যবহারকারীরা ৫,৯০,২৭৮টি প্রোফাইল ঘুরে যায়।