Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

46খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০১৬ : বিশ্বের জনপ্রিয়তম সার্চ ইঞ্জিন গুগল সম্প্রতি সন্ত্রাসী কর্মকাণ্ডে তাদের সার্চ ইঞ্জিন ব্যবহার বন্ধ করার অভিনব এক উদ্যোগ নিয়েছে। এর আওতায় কেউ যখন চরমপন্থা বিষয়ে কোনো তথ্য সার্চ করবে তখনই তাদের ভিন্নভাবে তথ্য উপস্থাপন করা হবে।
এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টেলিগ্রাফ। গুগল জানিয়েছে, জিহাদিরা যখন সন্ত্রাসী কর্মকাণ্ডের নানা উপায় অনুসন্ধান করতে চেষ্টা করবে তখন তাদের এ ভুল তথ্য দেওয়া হবে। এতে সঠিক তথ্যের বদলে তাদের ‘অ্যাডওয়ার্ড’ উপস্থাপন করা হবে। এ অ্যাডওয়ার্ডে তুলে ধরা হবে তাদের সংশোধনের উপায়।
এ বিষয়ে গুগল এক ঘোষণায় জানায় যাদের সার্চে কোনো চরমপন্থা বিষয়ে তথ্য অনুসন্ধানের প্রমাণ পাওয়া যাবে তাদেরই সংশোধনের চেষ্টা করা হবে। এজন্য তাদের পর্দায় উপস্থাপন করা হবে এমন সব বিষয়, যা তাদের সংশোধনের জন্য কাজ করবে। এ বিষয়ে গুগলের সিনিয়র নির্বাহী ড. অ্যান্থনি হাউজ বলেন, পাইলট স্কিমের আওতায় চরমপন্থা থেকে মানুষকে সরানোর চেষ্টা করা হবে। তিনি বলেন, ‘আমরা বিশ্বব্যাপী সন্ত্রাসবিরোধী কাজ করছি। এ বছর দুটি পাইলট প্রকল্পের আওতায় এ ধরনের চেষ্টা চালানো হবে।’
গুগলের এ সন্ত্রাসবিরোধী অবস্থানের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও সরকারি সংস্থার সমর্থন রয়েছে বলে জানিয়েছে গুগল। এর আওতায় সন্ত্রাসীদের কিভাবে সংশোধন করা যায়, তা নিয়েও গুগল কাজ করছে বলে জানিয়েছে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট অনলাইন ব্যবহারে তাদের সদস্য সংগ্রহে ব্যাপক সাফল্য লাভ করে। তারা তাদের নানা প্রপাগাণ্ডা অনলাইনের মাধ্যমেই চালায়। এতে হাজার হাজার অনুসারী তাদের সঙ্গে যুদ্ধ করতে আগ্রহী হয়ে ওঠে।
গুগলের মতো অনলাইন সেবাদাতাদের নামে এ কারণে বেশ সমালোচনা হয়। সে সমালোচনা কাটাতেই গুগলে এবার সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থানের বিষয়টি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ ধারায় যদি সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম কমানো সম্ভব হয় তাহলেই কেবল কাজটি সফল হয়েছে বলে ধরা যাবে।