Mon. Sep 15th, 2025
Advertisements

6খোলা বাজার২৪, শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০১৬: জাতিসংঘ জানিয়েছে, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের নতুন সাতটি যৌন নিপীড়নের ঘটনা শনাক্ত করেছে সংস্থাটি।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র থেকে ইতিমধ্যেই ১২০জন শান্তিরক্ষী বাহিনীর সদস্যকে ব্যারাকে ফিরিয়ে নেয়া হয়েছে।
তদন্ত শেষ হবার পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয়া হবে বলে জাতিসংঘ জানিয়েছে। নতুন সাতটি সহ এমন মোট কুড়িটি ঘটনা চিহ্নিত করেছে জাতিসংঘ।
দেশটির বামবারি শহরে এসব ঘটনা ঘটে।এর মধ্যে পাঁচটিতেই শিশুরা যৌন নির্যাতনের শিকার হয়েছে।মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, কয়েকটি ক্ষেত্রে শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা শিশুদের গণধর্ষণ করেছে।
গত মাসের শেষে জাতিসংঘ জানিয়েছিল সংস্থাটির শান্তিরক্ষী বাহিনীর যে সদস্যদের হাতে শিশুরা যৌন নির্যাতনের শিকার হয়েছে, তাদের মধ্যে বাংলাদেশসহ চারটি দেশের সৈনিকরা রয়েছে।
প্রথমবারের মত প্রকাশ করা তথ্যে জানা যাচ্ছে ঐ সৈনিকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও কঙ্গো, নাইজের এবং সেনেগালের শান্তিরক্ষীরাও জড়িত ছিল।খবর বিবিসির।