Sun. Sep 21st, 2025
Advertisements

12খোলা বাজার২৪, শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০১৬: ১১তম অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নেপাল। শুক্রবার সকাল ৯টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
টসে জিতে নেপালের অধিনায়ক রাজু রিজাল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। এরই মধ্যে ৪ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। ২৮ ওভার শেষে নেপালের সংগ্রহ ১১৫।
ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে পেসার সাইফউদ্দিনের বলে বোল্ড হন স্বন্দীপ সুনার (৭)। পরের ওভারের প্রথম বলে পেসার মেহেদী হাসান রানার বলে স্লিপে ক্যাচ তুলে দেন জোগেন্দ্র সিং কারকি (১)। দ্রুত ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তুলে নেপালের অধিনায়ক রাজু রিজাল ও সুনিল ধামালা। ৪৪ রান যোগ করেন তারা।
বিপদজনক হয়ে উঠা এ জুটি ভাঙে রান আউটে। ১৯তম ওভারের প্রথম বলে নাজমুল হোসেন শান্তর থ্রোতে উইকেট রক্ষক জাকির হাসান স্ট্যাম্প তুলে সুনিল ধামালাকে (২৫) আউট করেন। চত্র্থু উইকেটে রাজু রিজাল ও আরিফ শেখ বলের সঙ্গে পাল্লা দিয়ে ব্যাটিং করতে থাকেন। ৫৭ বলে ৫১ রান যোগ করেন তারা। এ সময়ে রাজু রিজাল হাফসেঞ্চুরি তুলে নেন। দলীয় ১১৪ রানে এ জুটি ভাঙেন পেসার সাইফউদ্দিন। মিড উইকেটে আরিফ শেখের (২১) ক্যাচটি ধরেন জয়রাজ শেখ ইমন।
‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলছে। অন্যদিকে নেপাল গ্রুপ ‘ডি’ থেকে রানার আপ হয়ে কোয়ার্টার ফাইনাল খেলছে।
বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। পেসার আব্দুল হালিমের পরিবর্তে খেলছেন বাহাতি পেসার মেহেদী হাসান রানা।
বাংলাদেশ দল: পিনাক ঘোষ, সাইফ হাসান, জয়রাজ শেখ ইমন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান, সাইফউদ্দিন, মেহেদি হাসান রানা, আরিফুল ইসলাম ও সালেহ আহমেদ শাওণ গাজী।