Sun. Sep 21st, 2025
Advertisements

14খোলা বাজার২৪, শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০১৬: সিরিয়ার আলেপ্পো শহরে রাশিয়ার বিমান হামলায় শিশুসহ অন্তত ৩৭ জন নিহত হয়েছে। বৃহস্পবিার এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে সিরিয়ায় নিয়োজিত পর্যবেক্ষক দল।
রুশ বিমান হামলার মূল টার্গেট ছিল আল-বাব, কিম্থ, আলেপ্পো প্রদেশ এবং এর আশপাশের এলাকাগুলো। এতে ৩৭ জন নিহত হয়। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ ২১ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানায় সংগঠনটি।
এই হতাহতের ঘটনা এমন এক সময়ে ঘটল যখন সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য জেনেভায় অনুষ্ঠিত আলোচনা ভেস্তে যায়। এছাড়া সিরিয়ায় সাহায্যের জন্য লন্ডনে একটি দাতা সম্মেলন চলছে।
জাতিসংঘের হিসেব মতে, সিরিয়ায় গত পাঁচ বছরের গৃহযুদ্ধে ২,৫০,০০০ মানুষ নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়েছে।