Wed. Sep 17th, 2025
Advertisements

23খোলা বাজার২৪, শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০১৬: ভর দুপুরে ফিল্মি কায়দায় মাথায় পিস্তল ঠেকিয়ে অপহরণ! ভারতের মহারাষ্ট্রের বসই বিরার এলাকা থেকে গতকাল দুপুরে গাড়ি থেকে শিল্পা বর্মা নামে বছর চল্লিশের এক নারীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী নূপুরকুমারী শ্রীবাস্তব নামে এক নারীর বয়ানের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
তবে ২৪ ঘণ্টা কেটে গেলেও শিল্পার খোঁজ মেলেনি। নূপুরকুমারী তাঁর বয়ানে পুলিশকে জানিয়েছেন, তাঁর এবং শিল্পার স্বামী সহকর্মী। সেই সূত্রে তাঁরা পরস্পরকে ২০ বছর ধরে চেনেন। গত পরশু তিনি শিল্পার বাড়িতে ছিলেন। গতকাল দুপুরে শিল্পা তাঁকে গ্লোবাল সিটিতে তাঁর বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য গাড়ি নিয়ে বেরোন।
নূপুরের কথায়, দুপুর ২টা ৩০ মিনিটে আমরা শিল্পার বাড়ি থেকে বেরোই। গ্লোবাল সিটিতে ঢোকার মুখে এক পথচারীকে ধাক্কা দেয় গাড়িটি। গাড়ি চালাচ্ছিল শিল্পাই। এরপর ওই পথচারী উত্তেজিত হয়ে আমাদের গাড়ির দরজা খুলতে বলে এবং বনেট চাপড়াতে থাকে। শিল্পা ভয়ে গাড়ির দরজা খুলে দিলে সে পিছনের সিটে উঠে বসে। শিল্পার মাথায় পিস্তল তাক করে গাড়ি চালাতে বলে। নূপুরের দাবি, ঘণ্টাখানেক ওই টাউনশিপের চারদিকে ঘোরার পর শিল্পাকে তিন কিলোমিটার দূরে ডোঙ্গারপড়ার দিকে গাড়ি নিয়ে যেতে বলে ওই লোকটি।
কিন্তু পথে একটি বাতিস্তম্ভের সঙ্গে তাঁদের গাড়ির ধাক্কা লেগে টায়ার ফেটে যায়। এই সুযোগে শিল্পা এবং নূপুর গাড়ি ফেলে পালানোর চেষ্টা করেন। কিন্তু ওই লোকটি শিল্পার হাত ধরে টানতে টানতে অন্যদিকে নিয়ে যায়। নূপুরের কথায়, আমি ওদের পিছন পিছন দৌড়াই। তখন লোকটি আমাকে পিস্তল দেখিয়ে খুন করার হুমকি দেয়। সে আমার ব্যাগ এবং পার্সও ছিনিয়ে নেয়। তারপর এক অটোচালককে পিস্তল দেখিয়ে শিল্পাকে নিয়ে ওই অটোয় চড়ে বসে এবং পালিয়ে যায়।
কিন্তু এই দীর্ঘ রাস্তায় কি কোনও পথচারী ছিলেন না? বা তাঁরা চিৎকার করলেও কি কেউ আসেননি? সেই প্রশ্নের উত্তর মেলেনি। পালঘরের অতিরিক্ত পুলিশ সুপার শ্রীকৃষ্ণ কোকাতা জানান, অপহৃত মহিলার খোঁজে প্রায় এক ডজন পুলিশকর্মী তদন্তে নেমেছেন। অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে অপহরণ, ভয় দেখানো-সহ বিভিন্ন অভিযোগে মামলা রুজু করা হয়েছে। আজ সকাল থেকে ডোঙ্গারপড়া এলাকায় সব গাড়ি দাঁড় করিয়ে চলছে তল্লাশি।