Tue. Sep 16th, 2025
Advertisements

43খোলা বাজার২৪, শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০১৬: প্লুটো থেকে পৃথিবীতে পৌঁছল ভাসমান পাহাড়ের ছবি। নাসার তরফে এই ছবি প্রকাশ করা হয়েছে। এগুলি দেখতে বরফের পাহাড়ের মত হলেও এগুলো আসলে জমা নাইট্রোজেন বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। নাসার নিউ হরাইজন এই ছবি পাঠিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে হিমবাহের মত এই পাহাড়গুলি কয়েক কিলোমিটার সরে যাচ্ছে।
প্লুটোর ভূতাত্ত্বিক পরিস্থিতি সম্পর্কে বেশ কিছু তথ্য উঠে আসছে এই ছবি থেকে। নাইট্রোজেনের বরফ সাধারণ বরফের থেকে অনেক বেশি ঘন। তাই গবেষকদের অনুমান জমা নাইট্রোজেনের উপর ভেসে বেড়াচ্ছে বরফের পাহাড়। প্রায় ২০ কিলোমিটার জুড়ে রয়েছে এই পাহাড়। অত্যাধুনিক ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে নিউ হরাইজনে। ছবিগুলির রেজোলিউশন ৩২০ মিটার পার পিক্সেল। প্লুটোর মাটির প্রায় ৫০০ কিলোমিটার লম্বা ও ৩৪০ কিলোমিটার চওড়া এলাকার ছবি পাঠিয়েছে নিউ হরাইজনস। গত বছরের ১৪ জুলাই প্লুটো পার করে এই মহাকাশযান। – সূত্র : কলকাতা ২৪